মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): বেনাপোল চেকপোষ্ট কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদ্যসরা অভিযান চালিয়ে ২ পিস র্স্বণের বারসহ সাইফুল ইসলাম(২৫)নামে এক পাসর্পোট যাত্রীকে আটক করেছে।
সোমবার(০৮অক্টেম্বার) সকাল সাড়ে ১০ টার সময় র্স্বণ সহ সাইফুল ইসলাম কে আটক করা হয়।শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি র্স্বণের একটি চালান নিয়ে একজন র্স্বণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন দিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদ্যসরা গোপনে অবস্থানে করে।
ইমিগ্রেশন কাষ্টমসের র্কাযক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় সাইফুল ইসলামকে আটক করা হয়।পরে তার শরীল তল্লাশি করে বেরিয়ে আসে ২ পিস র্স্বণের বার । বেনাপোল কাষ্টমসের শুল্ক গোয়েন্দা সদস্য ২ পিস র্স্বণের বারসহ একজন র্স্বন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনাসহ আটককৃতদের বেনাপোল র্পোট থানায় সোর্পদ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন