নওগাঁয় ৪র্থ বারের মতো জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৪র্থ বারের মতো জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ অনুষ্ঠিত হবে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত । গত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান। প্রেস ব্রিফিং সাংবাদিক ইউনিয়ন নওগাঁর যুগ্ম আহবায়ক সাদাকাতুল বারি জয়, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, রিফায়েত হোসেন সবুজসহ অন্যান্যে সদস্যবৃন্দ ও অন্যান্য মিডিয়া কর্মী ।
চতুর্থবারের মতো তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হচ্ছে জেলা স্কুল মাঠে। জেলা প্রশাসকের তত্বাবধানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করবেন। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে একই সময়ে উন্নয়ন মেলা আয়োজন করা হবে তবে সেখানে মেলা হবে তিনদিনের পরিবর্তে একদিন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সিদ্ধান্ত নেয়া হয়, শিক্ষার্থী অভিভাবক, দেশি/বিদেশি পর্যটক, বিনিয়োগকারীসহ প্রন্তিক পর্যায়ের সর্বস্তরের জনসাধারণকে এই মেলায় সম্পৃক্ত করা হবে। বিশেষ করে ছাত্র/ছাত্রী এবং তরুণদের মেলায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ছাত্র/ছাত্রী এবং তরুণদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে এবং তাদের বাঙালি জাতীয়তাবাদে উদ্ধুব্ধ করতে হবে যাতে তাদের মধ্যে ইতিহাস বা ধর্ম নিয়ে কোনো বিকৃত বা মিথ্যা ধারণ থাকলে সেটি অপসারিত হয়। জেলা ও উপজেলা প্রাসনের সার্বিক আয়োজনে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দফতর/সংস্থা, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি এনজিও, উন্নয়ন সংস্থা, শিল্প কারখানার মালিক, ব্যবসায়ী ও বেসরকারি প্রতিষ্ঠান নিজ নিজ উন্নয়ন কর্মকান্ড জানাতে মেলায় অংশ নেবে। মেলায় প্রধাানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য ১০টি বিশেষ উদ্যোগ এবং ধানমন্ত্রীর অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি ও সাফল্য সম্পর্কে প্রচারণা চালানো হবে। রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা সম্পর্কে জনগণকে উদ্ধুদ্ধ করা হবে। উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্পর্কে ধারণা দেয়াসহ লক্ষ্য বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মেলায় জোর দেয়া হবে। তথ্য প্রযুক্তি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পদ্মা সেতু, ঢাকা এক্সপেপ্রওয়ে, কর্ণফুলী টানেল, মেগাপ্রকল্প, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, সেবাখাত, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি খাতে বাংলাদেশের উন্নয়ন তুলে ধরা হবে উন্নয়ন মেলায়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget