প্রতিনিধি নওগাঁ: আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নওগাঁ র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজন শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নওগাঁ জিলা স্কুলে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, উত্তম কুমার রায় ও কামরুজ্জামান, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকতা একেএম মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসতানজিদা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা এসএ হায়াত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক একেএম মোরশেদ, সিনিয়র স্টেশন অফিসার সাবের আলী, লিডার মতিউর রহমান প্রমূখ। পরে জিলা স্কুল মাঠে দূর্যোগ প্রশমন মোকাবেলায় মহড়া প্রদর্শিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন