ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে করেছে থানা পুলিশ। ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধামইরহাট থানার উপপরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের দল উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত ফতেপুর বাজার থেকে হাফ কিলোমিটার দক্ষিণে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পার্শ্ব থেকে পরিচয়হীন এক মহিলার লাশ উদ্ধার করে। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলাম বলেন,নিহত মহিলাকে এলাকাবাসী পাগলী হিসেবে জানতো। তার বয়স আনুমানিক ৬৫ বছর। ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপার পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী অন্তর্ভুক্ত করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন