“রাণীনগরে সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নের অন্তরায়” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে নওগাঁর রাণীনগরে “সন্ত্রাস ও জঙ্গিবাদ উন্নয়নের অন্তরায়” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের বিআরডিবি চত্বরে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ’র সিনিয়র সচিব, জনাব মোহাম্মদ শহিদুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারি মোল্লা, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান মিঞা, মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। আলোচনা সভা শেষে মেলায় সরকারের উন্নয়নের তথ্যচিত্র সম্বলিত বিভিন্ন দপ্তরের ও বেসরকারী সংগঠনের অর্ধ-শতাধিক স্টল পরিদর্শন করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget