আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ জেলা শাখা শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্তার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শিশু একাডেমী প্রাঙ্গনে শিশুদের তিনটি বিভাগে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোঃ মিজানুযর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরন করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁস্থ ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল বাশার, জেলা তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহ এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
পরে শিশু একাডেমী নওগাঁ শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবশেন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন