আবু রায়হান রাসেল, নওগাঁ : বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহের উদ্বোধন উপলক্ষে নওগাঁয় আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ জেলা কার্যালয় কে ডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রবিবার বেলা ১১টা থেকে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সি টি মো. কামরুজ্জামান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী কলেজ থেকে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, শিশু একাডেমীর সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম সামদানী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন এবং জেলা ক্রীড়া অফিসার মো. মাহমুদুজ্জামান।
এর আগে অতিথিরা বেলুন এবং ফেষ্টুন উড়িয়ে সপ্তাহব্যপী এই কর্মসূচীর উদ্বোধন করেন। পরে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত এবং নৃত্য পরিবশেন করে জেলা শিশু একাডেমীর শিক্ষার্থীরা।
একটি মন্তব্য পোস্ট করুন