আবু রায়হান রাসেল, নওগাঁ: বাংলাদেশ জাতীয় য²া নিরোধ সমিতি (নাটাব) নওগাঁর আয়োজনে প্রবীণ হিতৈষী সংঘের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের প্যারীমোহন সাধারন গ্রন্থাগার মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাবের নওগাঁ জেলা কমিটির সাধারন সম্পাদক কাজী মো: জিয়াউর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব মো: আব্বাস আলী, মেডিক্যাল অফিসার ডা: আশীষ কুমার সরকার এবং নাটাবের টিবি কন্ট্রোল প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার মো: জিয়াউর রহমান। নাটাবের মো: জাহিদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রবীণ হিতৈষী সংঘের ৩০জন প্রবীন অংশ গ্রহন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন