ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত নেউটা গ্রামের মহির উদ্দিন (৮০) বাড়ীর খলিয়ানের দেওয়ালে রাখা বাঁশের বাতা নেয়ার জন্য যায়। বাাঁশের বাতার এক প্রান্তে ভিমরুলের বাসা ছিল। কিন্তু বৃদ্ধ মহির উদ্দিন না বুঝে বাতার অপর প্রান্ত ধরে টান দিলে সঙ্গে সঙ্গে অসংখ্য ভিমরুল তাকে কামড় দেয়। তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রোগির অবস্থায় অবনতি হলে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন