নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে ২৬ পুড়িয়া গাঁজাসহ মাদক ব্যবসায়ী শ্রী উপেন (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ন কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমপুরক ঋষি পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় শ্রী উপেনকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ২৬পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রী উপেন উপজেলার কাশিমপুরক ঋষি পাড়া গ্রামের মৃত জতিনের ছেলে বলে রাণীনগর থানার এসআই হুমায়ন কবীর জানান।
একটি মন্তব্য পোস্ট করুন