বেনাপোলে ধর্ষিত গ্রহবধুর বিষপানে আত্মহত্যার চেষ্টা

বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পাটবাড়ী মন্দির সংলগ্ম এক গ্রহবধুর বিষপানে আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র কওে ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তথ্য সন্ধানে জানা গেছে রবিবার(২/৯/১৮ইং) তারিখ সন্ধ্যার দিকে ময়না খাতুন(১৯)নামের ঐ গৃহবধুর পার্শবর্ত্তী বাড়ীর পাশে মোড়লের পুত্র সজন হোসেন (২৪) কর্ত্তৃক ধর্ষিত হয়। ধর্ষন কালে ঐ গৃহবধুর শ্বশুর নুর ইসলাম ও শা¦শুড়ী নাজমা বেগম হাতে নাতে ধরে ফেলে। বিষয়টি জানাজানি হলে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে থাকে।


এক পর্যায়ে গ্রহবধু ময়না খাতুন গত বৃহস্পতিবার (৬/৯/১৮ইং) বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়,ত্যক্ষনাত তার শ্বশুর শা¦শুড়ী ময়না খাতুনকে স্থানীয় এক ক্লিনিকে নিয়ে চিকৎসা প্রদান করায়। মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও বর্তমানে ময়না খাতুননের অবস্থা আশঙ্কাজনক সে এখন শ্বশুর বাড়ীতেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে ঘটনার পর থেকে ধর্ষক সজন পলাতক রয়েছে। ধর্ষককে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা চেয়ে গ্রামবাসী জোর দাবী জানিয়েছেন।


উল্লেখ্য,বিষয়টি নিয়ে এলাকার টেনা মেম্বার একটি শালিশ বিচার করলেও ধর্ষক প্রভাব শালি হওয়ায় ধর্ষিতার পরিবার সঠিক বিচার পাইনি বলে গ্রহবধু ময়না খাতুনের শ্বশুর ও শ্বাশুড়ী জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget