নওগাঁয় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক নৈশ প্রহরী গ্রেপ্তার

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামে মেরিনা আকতার (৩২) নামের প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে আকরাম হোসেন (৫২) নামে এক নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
রোববার দুপুরে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়েরের পর নিজ বাড়ি থেকে আকরাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আকরাম হোসেন খলিশাকুড়ি গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। সে নওগাঁ শহর বাইপাস সড়কে অবস্থিত সাফিন ফিলিং স্টেশনে নৈশ প্রহরীর কাজ করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, আজ রোববার ভোরের দিকে নওগাঁ শহরের খলিশাকুড়ি গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী প্রতিবন্ধী মেরিনা আকতারের ঘরে ঢুকে মুখ চেপে ধরে শারীরিক নির্যাতন চালায় একই গ্রামের আকরাম হোসেন। এক পর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। ততক্ষনে আকরাম হোসেন পালিয়ে যায়। এ ব্যাপারে প্রতিবন্ধীর পরিবার থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ আকরামকে গ্রেপ্তার করে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget