নওগাঁয় মাদক বিরোধী অভিযানে আটক-৪১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগর থেকে ইয়াবা ও হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বুধবার ভোরে রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রাম থেকে তাদের আটক করা হয়।


আটকৃকতরা হলেন, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত ছাহের মৃধার ছেলে শ্যামল মৃধা (৩০), নেকার উদ্দিনের ছেলে নিশান (২৭) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত এনামুল হকের ছেলে বাবর আলী (৫৫)।


বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন। এসম উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও রকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কেএম শামসুদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইসহ পুলিশের অন্যান্য সদ্যসরা।


নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, রানীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে ডিবি পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে। এসময় ৯শ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীক আটক করে। এছাড়া জেলাজুড়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আরও ৩৮ মাদক বিক্রেতা ও মাদক সেবীকে আটক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget