মোঃ রাসেল ইসলাম,বেনাপোল: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোলের পূটখালী সীমান্ত থেকে রোববার সকালে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। আটক নাইজেরিয়ানরা দীর্ঘদিন ধরে ভারতের কলকাতায় অবস্থান করছিল। দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশের একটি ক্লাবে ফুটবল খেলতে তারা বাংলাদেশে প্রবেশ করে।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পূটখালী বিজিবি ক্যাম্পের টহলদল সীমান্তে অভিযান চালায়। এসময় ২ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটক কৃতরা হলো ওলাতুন্ডে তিমোথি (৩৪) ও ভিতাস ইয়েনা (৪১)। তারা নাইজেরিয়ার ইকেজা শহরের স্টেট লাগম ডি ৬ এর ৩ নং ফ্লাটের বাসিন্দা। তাদের কাছ থেকে ৬টি পাসপোর্ট সহ বিভিন্ন প্রকার জীনিসপত্র জব্দ করা হয়েছে। আটক নাইজেরিয়ানদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন