নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ র্যালী করেছে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ। শনিবার বেলা ১১টায় কলেজ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীটির উদ্বোধন করেন কলেজের ভাইস প্রিন্সিপাল মানিক কুমার সাহা।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল বারী ডলার, রিয়াজ খান, কলেজ ছাত্রলীগ নেতা এসএম বিশাল সরদার, ফাহিম হোসেন, আসিফ হোসেন, হিমেল সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন