নওগাঁর আত্রাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে আত্রাই থানা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আত্রাই বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়।


সকাল ১০টায় আত্রাই থানা বিএনপি’র আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রোডে পৌচ্ছালে পুলিশের লাঠি চার্জে তা পন্ড হয়ে যায়।
পরে ১১টায় উপজেলার রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মিল চত্বরে আত্রাই উপজেলা বিএনপির আহবায়ক শেখ রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু।


আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আব্দুল হাকিম, আব্দুল জলিল চকলেট, এমদাদুল হক পিন্ট, আব্দুল মান্নান সরদার, এ কে আজাদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, রফিকুল ইসলাম রফিক, থানা পারভেজ ইকবাল, আজাদ আলী, যুবনেতা নাসির উদ্দিন চঞ্চল, আশরাফুল ইসলাম লিটন, থানা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির রতন, থানা ছাত্র নেতা নসিব, সেন্টু, মহিলা নেত্রী মোছা: মেরিনা বেগমসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় বক্তারা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। এবং আজকের অনুষ্ঠানে নেতাকর্মীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget