সাপাহারে একটি বাসায় টাকা সহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা সদরের করলডাঙ্গা গ্রামে ভোররাতে একটি বাসা থেকে একটি খাট, ওয়্যারড্রব, কম্পিউটার টেবিল, জমির কাগজপত্র, সার্টিফিকেট সহ ওয়্যারড্রবে জমি বিক্রির থাকা নগদ ১০ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই বাসার মালিক মৃত: আমজাদ হোসেনের পুত্র রানা বাবু বাদী হয়ে ৩ জনকে বিবাদী করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে করলডাঙ্গা গ্রামের মৃত: ফুল মোহাম্মদের পুত্র লাল মোহাম্মদ ওরফে (সোহেল রানা), মৃত: দবির উদ্দীনের ২ পুত্র তাইফুদ্দীন, মোতাহার আলী শুক্রবার ভোররাতের কোন এক সময় উপরোক্ত মালামালগুলি চুরি করে নিয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী মৃত: আব্দুল জব্বারের পুত্র ফারুক মিয়া ও সোবাহানের পুত্র মজিদুল ইসলাম চুরি করা মালামাল দেখতে পায়।
বাদী রানা বাবু জানান, পূর্ব শত্রæতার জের ধরে বিবাদীগণ উপরোক্ত মালামালগুলো চুরি করে নিয়ে যায়। এ সময় বাদী রানা বাবু ২য় তলায় ঘুমন্ত অবস্থায় ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget