আবু রায়হান রাসেল, নওগাঁ: ১ সেপ্টেম্বর একুশে পরিষদ নওগাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি আয়োজন করা হয়। সকাল ১০টায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারীর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ওহিদুর রহমান, প্রফেসর শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, অ্যাড. মুকুল চন্দ্র কবিরাজ, রফিকুদ্দৌলা রাব্বি, প্রতাপ চন্দ্র সরকার, উৎসব কমিটির আহবায়ক মনোয়ার হোসেন লিটন প্রমুখ।
পরে বৃক্ষরোপন করে মাব্যাপী কমৃসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। উল্লেখ্য যে, কর্মসূচির মধ্যে রয়েছে নৌকাবাইচ, পানিতে ডুব প্রদর্শনী, আর্ট ক্যাম্প, লাঠি খেলা, আলকাপের গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্রতচারী নৃত্যসহ নানান আয়োজন।
একটি মন্তব্য পোস্ট করুন