রিফাত হোসাইন সবুজ.নওগাঁ: নওগাঁয় কমিউনিটি সম্প্রচারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র রেডিও নওগাঁর উদ্দ্যেগে রবিবার বেলা ১১টায় রেডিও”টির কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বরেন্দ্র রেডিও’র ষ্টেশন ম্যানেজার সুব্রত সরকার। কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবেলায় প্রায় শত বর্ষব্যাপী ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ নামে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করছে সরকার। এ পরিকল্পনায় বন্যা, নদী ভাঙ্গন, নদী শাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, নগর বন্যা নিয়ন্ত্রণ ও নিস্কাশন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা হয়েছে। নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন এবং বিদ্যমান অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের গৃহীত এসব প্রদক্ষেপের বিভন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসমত আলী, বরেন্দ্র রেডিও’র চীফ প্রোগ্রাম প্রডিউসার ও সিনিয়র রিপোর্টার রিফাত হোসাইন সবুজ, সহকারি অনুষ্টান প্রযোজক শারমিন শশী, নিউজ এডিটর মো. আরাফাত রহমান, রিপোটার সুব্রত হালদার, টেকনিক্যাল ইনচার্জ কাজী রাকিব, টেকনিশিয়ান ফজলে রাব্বি, চাষী সঞ্জয় বর্মণসহ বরেন্দ্র রেডিও’র কলা-কুশলীবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন