নওগাঁয় মেডিকেল কলেজ চালুর ঘোষণায় আনন্দ শোভাযাত্রা

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় মেডিকেল কলেজ চালুর ঘোষণায় বুধবার আনন্দ শোভাযাত্রা হয়েছে। সকাল সাড়ে ৮টায় নওগাঁ সদর হাসপাতাল চত্বর থেকে ওই শোভাযাত্রা বের হয়। এতে জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও সংগঠনের চিকিৎসক-সেবিকা কর্মকর্তা, কর্মচারী ও নার্সি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।
শোভাযাত্রাটি সদর হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা নেতৃত্ব দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন নওগাঁ আধুনিক সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক রওশন আরা খানম, জেলার সিভিল সার্জন মোমিনুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নওগাঁ শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল মাহমুদ, নওগাঁ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীর আলী আকন্দ প্রমুখ।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক রওশন আরা খানম বলেন, ‘নওগাঁর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নওগাঁয় একটি মেডিকেল কলেজের। অবশেষে নওগাঁয় মেডিকেল কলেজ চালুর ঘোষণা দিয়েছেন সরকার। এজন্য আমি নওগাঁর সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ধন্যবাদ জানাই।’
জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ইতোমধ্যে ঘোষিত নতুন মেডিকেল কলেজের জন্য একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে বগুড়া মেডিকেল কলেজের অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল বারীকে নিয়োগ দেওয়া হয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই নতুন অনুমোদিত এই মেডিকেল কলেজে পাঠদান শুরু হবে।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নওগাঁ সহ দেশে আরও চারটি মেডিকেল কলেজ চালুর ঘোষণা দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget