ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া,সহকারী কমিশনার (ভূমি) মোসা. আলপনা ইয়াসমিন,থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন,উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন,উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক,ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী,প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানী, আব্দুল মুকিত কল্লোল,মুক্তাদিরুল হক প্রমুখ। খেলাটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ফুটবল ও ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার মো.খোরশেদ রায়হানের সাবলিল ধারাভাষ্যের মাধ্যমে উপস্থিত ক্রীড়ামোদিদেরকে মাতিয়ে রাখেন। টুর্ণামেন্টে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার ফুটবল দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় ধামইরহাট ইউনিয়ন ট্রাইব্রেকারে ৩-২ গোলে আড়ানগর ইউনিয়ন কে পরাজিত করে।
একটি মন্তব্য পোস্ট করুন