ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত উত্তর দূর্গাপুর গ্রামের মৃত কানায় মন্ডলের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম (৬৫) গত মঙ্গলবার রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে-----রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার দুপুর ২টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ নিজগ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) মোসা.আলপনা ইয়াছমিন, ধামইরহাট থানার এসআই জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন, মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, মুক্তিযোদ্ধা মোকলেছুর আলম, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জাহিরুল ইসলাম, রফিক মাস্টার, জছিমউদ্দিন, আফজাল হোসেন, সোলায়মান আলী প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন