নওগাঁর মান্দায় গরু ব্যবসায়ীকে মারপিটের অভিযোগে দুই গ্রাম পুলিশ বরখাস্ত

রিফাত হোসাইন সবুজ.নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার সতিহাটে এক গরু ব্যবসায়ী আতাব উদ্দিনকে মারপিটের অভিযোগে দুই গ্রাম পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) হাফিজুল ইসলাম পুরিদর্শণ করেছেন। সেই সাথে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এঘটনায় দুলাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। দুলাল হোসেন উপজেলার বড়পই মন্ডল পাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। সাময়িকভাবে বরখাস্ত দুই গ্রাম পুলিশ হলেন, গনেশপুর ইউনিয়নের গ্রাম পুলিশ খোরশেদ আলম (৩৫) ও আমিনুল ইসলাম (৩০)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের সতিহাটে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিন ছিল সতিহাট। হাটের মধ্যে গরু ব্যবসায়ী আতাব উদ্দিন সন্ধ্যার সময় কয়েকজন যুবক ও দুই গ্রাম পুলিশ এসে অন্যায় ভাবে মারপিট করে। ঘটনার প্রতিবাদে স্থানীয় জনসাধারন এক হয়ে গ্রাম পুলিশের বিচার দাবী করে। এসময় পরিবেশ পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করে। অন্যায় ভাবে কেন ব্যবসায়ীকে মারপিট করা হয়েছে এর প্রতিকার চেয়ে ¯েøাগান দিতে থাকে। সংবাদ পেয়ে মান্দা সার্কেল এসপি, থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ছুটে আসেন। জনগনের দাবীর প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত করতে দুই গ্রাম পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুলাল হোসেন নামে এক যুবকে আটক করা হয়েছে।


মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান বলেন, গ্রাম পুলিশের বিরুদ্ধে এক গরু ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ ছিল। পরে স্থানীয় জনসাধারন এক হয়ে গ্রাম পুলিশের বিচার দাবী করে। এর প্রেক্ষিতে ইউএনও স্যারের সাথে আলোচনা করে স্থানীয়দের বিষয়টি সার্বিক ভাবে বুঝিয়ে শান্ত ও আশ্বস্থ করা হয়। এসময় অভিযুক্ত গ্রাম পুলিশকে তাৎক্ষনিক ভাবে তাদের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget