নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী মমতাজ হোসেন (৪৮) নিহত হয়েছেন। ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হযয়েছে এবং চালক বিপ্লব হোসেনকে আটক করা হযয়েছে। বিপ্লব হোসেনের বাড়ি বগুড়া জেলা শহরে। শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের জয় বাংলার মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। মমতাজ মান্দা উপজেলার বড় মল্লুক গ্রামের মৃত মহীর উদ্দিনের ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহাবুব আলম জানান, মমতাজ বাইসাইকেল যোগে গ্রামের বাড়ি থেকে দেলুয়াবাড়ি বাজারে যাচ্ছিলেন। পথে জয় বাংলা মোড়ে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক মাইক্রোবাস জব্দ ও চালক বিপ্লব হোসেনকে আটক করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন