নওগাঁয় ১৬ বিজিবি’র ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী, গত এক বছরে প্রায় ৩ কোটি টাকা মুল্যের চোরাচালানীর মালামাল আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা সদরে অবস্থিত ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জওয়ানরা গত এক বছরে ২ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৫শ ৭ টাকা মুল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত ২০১৭ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই সাফল্য অর্জন করেছে তারা। ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার বেলা ২টায় এই তথ্য জানানো হয়েছে।


প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল মালেক। ১৬ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল খাদেমুল বাশারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিজিবি রাজশাহী সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার, নওগাঁ’র পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খানসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়েছে ১৯৬৯ সালের ১ সেপ্টেম্বর ঢাকা’র পিলখানায় ১৬ বিজিবি’র প্রতিষ্ঠালাভ করে। মহানম মুক্তিযুদ্ধসহ দেশের যে কোন প্রয়োজনে এই ব্যাটালিয়ন অনবদ্য গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়। মহান মুক্তিযুদ্ধে এই ব্যটালিয়নের মোট ৫২ জন বিভিন্ন পদবীর সদস্য শহীদ হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget