নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মত বিনিময় সভা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী ব্র্যাক এর আয়োজনে লোকাল কমিউনিটি লিডারদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ হল রুমে  বুধবার সকাল ১০ঘটিকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলসিএল ফ্যাসিলেটেটর অফিসার মো: মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাবুবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী আত্রাইয়ের এইচ আর এল এস অফিসার মোছা: শ্যামলী আক্তার, ব্র্যাক ওয়াস কর্মসূচীর মাঠ সংগঠক মো: মুনজুরে মাওলা, কাজি মো: জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষিকা শাহরিয়ার মুক্তি, ইউপি সদস্য মো: আব্দুল মান্নান, মো: মোসলেম উদ্দিন আহম্মেদ, আব্দুস ছালাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেক মানুষের ন্যায় বিচার পাবার অধিকার আছে। ন্যায় ভিত্তিক ও সু-শাসনের মধ্য দিয়ে জনগণকে আইন বিষয়ে সচেতন করার লক্ষ্যে এই মত বিনিময় সভা। আমাদের দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এ থেকে পরিত্রাণ পেতে মানবাধিকার সমন্ধে সকলকে জানতে হবে। আয়োযোকরা বাল্যবিবাহ, নিকাহ্, তালাক, হিন্দু আইন, স্ত্রীর ভরন পোশন ও সম্পত্তির ভাগ বন্টন ইত্যাদি বিষয়ে অংশগ্রহণকারীদের জানান। মত বিনিময় সভায় কাজী, এনজিও প্রতিনিধি, হিন্দু, বিবাহ রেজিষ্ট্রার, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget