মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর মান্দায় প্রতারনার একটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনিছুর রহমান (৩৬) ও তার স্ত্রী চুমকি বেগম ওরফে ঝুমকি (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক সাবিনুর ইসলাম শনিবার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত চুমকি নওগাঁর চকগৌরী এলাকায় ওয়ালুল ইসলামের বয়লারে শ্রমিক হিসেবে কাজ করতেন। ছুটি নিয়ে বাড়ি গিয়ে সে আর কাজে ফেরেনি। পরে মোবাইলফোনে অসুস্থতার কথা বলে দুই হাজার টাকা ধার নিতে চান চাতাল মালিক ওয়ালুল ইসলামের কাছে। গত ১৪ আগস্ট চাতাল মালিক ওয়ালুল ইসলামকে কৌশলে উপজেলার গোয়ালমান্দা গ্রামে আকবর হোসেনের বাড়িতে ডেকে নেয়া হয়। ওই বাড়িটি চাতাল শ্রমিক চুমকির জানিয়ে ওয়ালুল ইসলামকে বিভিন্ন অজুহাতে সেখানে বসিয়ে রাখে।
ওসি আরও জানান, বিকেলে ওই বাড়ি থেকে চাতাল মালিক ওয়ালুল ইসলাম চলে যাওয়ার চেষ্টা করলে এলাকার চিহ্নিত ডাকাত আনছার আলীসহ ৮-১০ জনের সংঘবদ্ধ একটি চক্র তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি থানায় অবহিত করলে রহস্য উদঘাটনে তদন্তে নামে পুলিশ।
ওসি মাহবুব আরও জানান, ঘটনার সুত্র ধরে গত ১ সেপ্টেম্বর জোতবাজার এলাকা থেকে আনছার ডাকাতকে আটক করা হয়। আনছার ডাকাতের স্বীকারোক্তি ও মোবাইলফোনের সুত্র ধরে প্রতারক চক্রের মুলহোতা চুমকি বেগম ও তার স্বামী আনিছুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডলার প্রতারনাসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন