বেনাপোলে র‌্যাব-৬ এর অভিযানে গাজা সহ আটক ১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোর র‌্যাব ৬ ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার রাতে সীমান্তে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাজাসহ হজরত আলী নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
যশোর র‌্যাব জানান,গোপন সংবাদে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন উত্তর বারোপোতা মোঃ হজরত আলী (৫৫), সাং- উত্তর বারপোতা,থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য কেনা-বেচা করিতেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গত ইং ১১/০৯/২০১৮ তারিখ রাতে হাজির হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ হজরত আলী (৫৫), পিতাঃ মৃতঃ- আওলাদ হোসেন, সাং- উত্তর বারপোতা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর’কে হাতে নাতে ধৃত করে। পরবর্তীতে ধৃত আসামীর দেখানো মতে তাহার নিজ ঘরের বারান্দার ভিতরে হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০১(এক)টি সাদা পলিথিন প্যাকেটের মধ্যে রক্ষিত গাঁজা, যাহার ওজন পলিথিনসহ ০১(এক) কেজি উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহার উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামী দীর্ঘ দিন যাবত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়া মাদক গাঁজা নিজ হেফাজতে রাখিয়া ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। ধৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget