মোঃ রাসের ইসলাম,বেনাপোল(যশোর): ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আমড়াখালী বিজিবির সদস্যরা বৃহস্পতিবার সকালে মেইন রোডে অভিযান চালিয়ে লোকাল বাস তল্লাশি করে ৮৯ হাজার ৮০০শত ইউএস ডলার সহ ২ পাচারকারীকে আটক করেছে।
আটক ডলার চেকপোষ্টে অবস্থিত একটি মানিচেনজার থেকে নিয়েছেন বলে জানান পাচারকারীরা।আটকরা ওবায়দুল নড়াইল জেলার নড়াগাতি থানার খাশিয়ান গ্রামের আমির আলী ছেলে ও আটক মাসুদ একই এলাকার কাওসার আলির ছেলে।
আমড়াখালী বিজিবি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি দুইজন ইউএস ডলার পাচারকারী বেনাপোল চেকপোস্ট থেকে বিপুল পরিমান ইউএস ডলার নিয়ে লোকাল বাসে করে যশোরের দিকে যাবে। এ সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে আমড়াখালী চেকপোষ্টে অভিযান চালিয়ে ওবায়দুল (২৭)ও মাসুদ(৩০) নামে ২ জন ডলার পাচারকারীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন