ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষক ও সূধীমহল ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.মঈন উদ্দিন,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন