নওগাঁয় বিএনপির দুই ঘন্টাব্যাপী অনশন কর্মসূচি পালিত

আবু রায়হান রাসেল, নওগাঁ: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নওগাঁয় অনশন কর্মসূচি করেছেন দলটির নেতাকর্মীরা। জেলা বিএনপির উদ্যোগে বুধবার শহরের নওযোয়ান মাঠের সামনে প্রধান সড়কের পাশে মাদুর ও চট বিছিয়ে দুই ঘন্টাব্যাপী অনশন কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হয়। খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি সংবলিত ব্যানার এবং বিএনপির নেত্রীর বড় বড় ছবি নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়। দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ কর্মসূচি ঘিরে নওযোয়ান মাঠ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
কর্মসূচি চলাকালে জেলা বিএনপির সভাপতি নজমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রƒীয় কার্যনির্বাহী সদস্য সাবেক সাংসদ শামসুল আলম প্রামাণিক, জেলা বিএনপির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, কেসি বদরুল আলম ও মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন প্রমুখ।
সাবেক সাংসদ শামসুল আলম প্রামাণিক বলেন, ‘খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে এই সরকার। কারাগারে তিনি জটিল রোগে ভুগছেন। অথচ তাঁকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করতে চায় সরকার। কিন্তু তাঁদের সেই ষড়যন্ত্র সফল হবে না।’
জেলা বিএনপির সভাপতি নজমুল হক বলেন, ‘কঠোর আন্দোলন গড়ে তোলে খালেদা জিয়াকে মুক্ত করতে জিয়ার সৈনিকেরা এখন ঐক্যবদ্ধ। দেশের মানুষকে সাথে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget