মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁ বাইপাস সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ফয়সাল কবির (২৫) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় শহরের বাইপাস জগৎসিংহপুর নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত ফয়সাল কবির বদলগাছী সোয়াসা গ্রামের এনামুলের ছেলে বলে জানা গেছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, সোমবার সন্ধ্যার দিকে ফয়সাল কবির মটরসাইকেল যোগে সান্তাহার থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বাইপাস এলাকার জগৎসিংহপুরে পৌছালে বিপরীতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ফয়সাল কবির ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন