নওগাঁ জেলা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও শর্তহীন মুক্তির দাবিতে নওগাঁয় জাতীয়তাবাদী দল (বিএনপি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে সোমবার দুপূরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল বের করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে এসে মানববন্ধনে অংশ গ্রহন করে।
জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চেয়ারপার পারসনের উপদেষ্টা লে. কর্ণেল আব্দুল লতিফ, জেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম বেলাল, নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ভিপি রানা, জেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম বুলেট, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারি কলি, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোন্ডেন, যুগ্ন সম্পাদক জেডএইচ খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম পবলু, সাধারন সম্পাদক শফিউল আযম টুটুল, দেওয়ান কামরুল আক্তার নাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম দোহা সহ জেলার ১১ উপজেলার বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন