মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর মান্দায় মাদক ব্যবসায়ি, সেবনকারিসহ ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম শনিবার সন্ধ্যায় উপজেলার সতিহাট ঋষিপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি আদুরি ঋষি (২৫) ও সেবনকারি নিমাই ঋষিকে (২৮) ও উপপরিদর্শক সুজন খান অভিযান চালিয়ে দোয়ানি নাপিতপাড়া গ্রামের সাইদুর রহমানকে (৪০) গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, একইদিন বিকেলে উজ্জল ঋষি (২৫) নামে ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানার উপপরিদর্শক আব্দুল মালেক। গ্রেপ্তারকৃত উজ্জল উপজেলার সতিহাট ঋষিপাড়ার লখেন ঋষির ছেলে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন