নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে উপজেলা ভিত্তিক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ-২০১৮ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে রানীনগর সরকারি শের-এ বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভ‚মি) টুকটুক তালুকদার, অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সহকারি শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, যুব কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবু, বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফু, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় কাশিমপুর ইউনিয়ন দল ৬-১ গোলে বড়গাছা ইউনিয়ন দলকে হারিয়ে বিজয়ী হয়। উপজেলার ৮টি ইউনিয়ন দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামী ১১ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন