ধামইরহাট-পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ভূয়া স্যানিটারী কর্মকর্তা আটক করেছে পুলিশ। জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিঠালীতলা গ্রামের মাহবাদ উদ্দিনের ছেলে ভূয়া স্যানিটারী কর্মকর্তা সায়েম আলী (৪০) নিজেকে পল্লী উন্নয়ন বিভাগের স্যানিটারী পায়খানা নিস্কাসন বিভাগের স্যানিটারী কর্মী ও কোথাও কোথাও ইন্সুরেন্স কর্মকর্তা পরিচয় দিয়ে ৫০ টাকার বিনিময়ে পায়খানা সামগ্রীসহ স্যানিটারী পায়খানা নির্মানের প্রতিশ্রতি দেয়। সাথে প্রত্যেককে ৫০ টাকার ১টি মুড়ি যা ছাপানো সরকারী রশিদ হিসেবে প্রদান করে। ঘটনা সন্দেহ হলে স্থানীয় গ্রামপুলিশ ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান অবগত করলে তিনি গ্রাম পুলিশের সহযোগিতায় ধামইরহাট থানায় ভূয়া স্যানিটারী কর্মীকে থানায় সোপর্দ করে। এ বিষয়ে গ্রাম পুলিশ হামিম তানজিল বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্স (ওসি) মো. জাকিরুল ইসলাম জানান, ধৃত আসামী ৫০ টাকার সরকারী রশিদ প্রদানের মাধ্যমে টাকা আদায় করছিল, মুলত তার আইডি কার্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,রেজিষ্ট্রার জেনারেলের কার্যালয়, পল্লী উন্নয়ন বিভাগ, সচিবালয় লিংকরোড-ঢাকা একটি ভূয়া পরিচয়পত্র আছে, সে একজন নিজের জীবিকার তাগিদে এমন প্রতারনার আশ্রয় নিয়েছে বলে স্বীকারোক্তি প্রদান করেন, তাকে বাদীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে প্রতারককে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন