মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় সেপটিক ট্যাংক থেকে সজনী বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চকভালাইন গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী ওয়াজেদ আলী (৩৬) পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, মান্দা উপজেলার চকভালাইন গ্রামের একটি ফাঁকা মাঠে বাড়ি করে স্ত্রী সজনী ও ওয়াজেদ আলী স্বপরিবারে থাকতেন।
সজনী অন্ত:সত্ত¡া ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে পারিবারিক কলোহ শুরু হয়। এক পর্যায়ে স্বামী ওয়াজেদ আলী তার স্ত্রী সজনীকে মারপিট করেন।
শুক্রবার সকালে পাশের বাড়ির এক নারী ওয়াজেদ আলীর বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনি খোলা দেখে তা বন্ধ করে দিতে যান।
এ সময় সেপটিক ট্যাংকের মধ্যে কাপড় দেখে গ্রামবাসীদের সংবাদ দেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন