মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর): যশোরের নাভারন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জর্দা, ক্রীম, আতশবাজিসহ তিন জন চোরাচালানিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬, যশোর। শুক্রবার সকালে নাভারন বাজারের সালেহা মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বেনাপোলের পোর্ট থানার ভবারবেড় গ্রামের আজিজুল মুন্সির ছেলে আনারুল ইসলাম মুন্সি (১৯), মৃত আকমল মোল্লার ছেলে রফিকুল ইসলাম মোল্লা (২১) ও সোহরাব সরদারের ছেলে রজব আলী সরদার (২১)।র্যাব-৬, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাভারন বাজারের সালেহা মার্কেটের সামনে বেনাপোল মহাসড়কের ওপর তিনজন লোক বস্তা ও ব্যাগের মধ্যে ভারতীয় চোরাচালানি পণ্য নিয়ে গাড়ির অপেক্ষা করছে। এ সময় সেখানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যাগ থেকে ভারতীয় ২১৬ কৌটা সুরভী জর্দা, ৯৩০ পিস স্কিন সাইন ক্রিম, ৩৫ কেজি জয় বেংগাল পটকাবাজি ও ১৭ কেজি আতশবাজি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
একটি মন্তব্য পোস্ট করুন