প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় সপ্তাহ ব্যাপী ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় শহরের মুক্তির মোড় প্রধান সড়কে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সপ্তাহ ২০১৮-এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মিজানুর রহমান।
এসময় পুলিশ সুৃপার ইকবাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হক, সদর সার্কেল লিমন রয়, সদর থানার ওসি আব্দুল হাই, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খানসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা, জেলা পরিবহন মালিক গ্রæপ, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রæপ, পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কাউট, গার্লস গাইড এবং রোভার্স সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পর শহরের কয়েকটি পয়েন্টে মোটরসাইকেল, প্রাইভেট কার, গণপরিবহন, সিএনজি ইত্যাদি পরিবহনের এবং চালকদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন