আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁর রাণীনগরে আবহমান গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী চিরচিনা খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পারইল পূর্ব ফকিরপাড়া যুব সমাজের আয়োজনে পবিত্র ঈদুল আযহা উদ্যাপন উপলক্ষ্যে দুই দিন ব্যাপী মোরগ যুদ্ধ খেলা, বালিশ খেলা, হাড়ি ভাঙ্গা, কলা গাছে উঠা, হাঁস খেলা ও চাচা আপন প্রাণ বাঁচা (বেলুন ফাটানো) খেলাসহ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলা গুলোতে গ্রামের নারী-পুরুষ ছোট-বড়সহ সব বয়সের মানুষ অংশ গ্রহণ করেন। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত খেলা শেষে শুক্রবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ৪নং পারইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির নিজাম উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পারইল ইউনিয়ন পরিষদের সদস্য জাহিদুর রহমান, পারইল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমান, আজিজুর রহমান ফকির, এ্যাড. আব্দুর রহিম (মিঠুন) আনোয়ার হোসেন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন