নওগাঁর মান্দায় ৫দিন ব্যাপী কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

নওগাঁ মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকার) অর্থায়নে ৫দিনব্যাপী কম্পিউটার (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।


গত বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ সংস্থান কেন্দ্রে (ইউআইটিআরসিই) প্রথম ব্যাচ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম আহসান হাবিব। অন্যান্যের মধ্যে কোর্স সমন্বয়কারী ও জাইকা প্রতিনিধি এমরান হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পবিত্র কুমার, প্রতিষ্ঠান তত্ত¡বধায়ক (একাডেমিক সুপারভাইজার) আবদুল লতিফ প্রমূখ উপস্থিত ছিলেন ।
প্রশিক্ষণ কর্মশালায় মাষ্টার ট্রেইনার হিসেবে ছিলেন মোঃ এস্কেন্দার আলী, আবদুল মান্নান, দিলিপ কুমার।


উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারী/ নিæমান সহকারীগণের কম্পিউটার (আইসিটি)বিষয়ক প্রশিক্ষণে ২০জন করে ৪ ব্যাচে মোট ৮০জন অংশ গ্রহণ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget