নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরনের উদ্বোধন করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৭ জেলার এর উদ্বোধন করেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশন কে.এম নুরুল হুদা।
এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড হারুন অর রশিদ, পুলিশ সুপার ইকবাল হোসেন, পৌর মেয়র নজমুল হক সনি, জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, সিভিল সার্জন মুমিনুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক নান্নু, নওগাঁ নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম, বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও ব্যবসায়িকসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার কবিতা খানম নওগাঁর জেলার জন্য দুপুর ১২টা ১০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরনের উদ্বোধন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি নওগাঁ সদর উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার ১৫ জন বিশিষ্ট ব্যক্তির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।
নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, জেলার ১১টি উপজেলায় পর্যায়ক্রমে প্রায় ২০ লাখ উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হবে। নওগাঁ সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬২৫ জন। এরমধ্যে স্মার্ট কার্ড পাওয়া গেছে, ৩ লাখ ২ হাজার ৩২৪টি। বৃহস্পতিবার নওগাঁ পৌরসভা এলাকায় ৬টি কেন্দ্র এবং সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৩৭টি কেন্দ্রে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
অপরদিকে, জেলার ধামইরহাট উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ১৫৯ জন। সবগুলো স্মার্ট কার্ড পাওয়া গেছে। বিতরনের অনুমতি পাওয়া গেলেই সেগুলো বিতরন কার্যক্রম শুরু হবে।
একটি মন্তব্য পোস্ট করুন