নওগাঁর আত্রাইয়ে রোগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ২ বৃদ্ধের আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধা আত্মহত্যা করেছে। নিহতরা হলেন-উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫০) ও কবিনগর গ্রামের মৃত ইন প্রামানিকের ছেলে দুদু প্রামানিক (৫৫)।


রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুটি মরদেহ উদ্ধার করছে পুলিশ। এর আগে শনিবার বিভিন্ন সময়ে আত্মহত্যার এসব ঘটনা ঘটে।


আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, আব্দুল খালেক দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার বিকেলে ৫টার দিকে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


অপরদিকে দুদু প্রামানিক দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। রাত ৮টার দিকে তিনি বাড়িতে ট্যাবলেট খান। বাড়ির লোকজন ঘটনা বুঝতে পেরে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।


রোববার মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোবারক।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget