গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁও সমবায় মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনছুর আলী, ঠাকুরগাঁও জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান লাবু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল,সময়ের কন্ঠোসর পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস,এম জসিম উদ্দিন, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম সারওয়ার সম্রাট , ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, আসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সন্ধ্যাবানী পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন বাচ্চু,দৈনিক গণআলো পত্রিকা রুহিয়া প্রতিনিধি গৌতম চন্দ্র বর্মন । এছাড়া জেলা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় সাংবাদিক নেতারা আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে দুর্বৃত্তরা তার নিজ বাসার সামনে অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মানববন্ধনের সভাপতিত্ব করেন আনন্দ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগ।
একটি মন্তব্য পোস্ট করুন