নওগাঁ জেলার ইজিবাইক মালিক শ্রমিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

কাজী কামাল হোসেন, নওগাঁ: কমিউনিটি পুলিশিং ও যানজট নিরসনে নওগাঁ জেলার ইজিবাইক মালিক শ্রমিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ পুলিশ লাইনস্ ড্রিলসেডে অনুষ্ঠিত মতবিনিময় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো: ইকবাল হোসেন।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. রাকিবুল আক্তার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. রিফাত হাসান রাজিব।
সভায় নির্বিগ্নে তাদের ইজিবাইক চলাচল ও অবৈধ চাঁদাবাজি বন্ধে মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ পুলিশ প্রসাশনের সহায়তা কামনা করেন। পুলিশ সুপার মো. ইকবাল হোসেন মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দদের সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করে ট্রাফিক আইন মেনে চলে যানবাহন চালানোর আহŸান জানান।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ইজিবাইক মালিক সমিতির সভাপতি মাহবুবুল হাসান পল্টু, সাধারন সম্পাদক দেওয়ান মিনহাজুর রহমান বিপু এবং ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি আলতাফ হোসেন মুন্সী, সাধারন সম্পাদক আব্দুল খালেক এবং সাংগঠনি সম্পাদক আসাদ আলী।
মতবিনিময় সভায় জেলার প্রায় ৫শতাধিক কল ইজিবাইক মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget