হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রেহেনা(২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় তার স্বামীর বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মৃত রেহেনা দৌলতপুর গ্রামের আবুল খায়ারের মেয়ে।
তবে পরিবারের দাবী রেহেনার স্বামী সাইফুলেই তাকে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখেছে।
গৃহবধূর ভাই শাবু অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে জমি নিয়ে রেহেনার ওপর নির্যাতন চলিয়ে আসছিল তার স্বামী। রোববার সকালে রেহেনাকে সাইফুল ও তার বন্ধু আখতারুল অনেক মারধর করে। পরে স্থানীয়ারা আমাদের খবর দিলে আমার আসে দেখি আমাদের মেয়ে তার স্বামীর রুমে ঝুলে আছে। আমাদের মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি এর বিচার দাবি করেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মেয়ের পরিবার হত্যার অভিযোগ তুলেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন