নওগাঁ প্রতিনিধি: ‘আমাদের জীবনে রবীন্দ্রনাথ’ প্রবন্ধের শিরোনামে নওগাঁ সরকারি কলেজে দিনব্যাপী রবীন্দ্র-নজরুল মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অত্র কলেজের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে কলেজের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতা থেকে আগত ইতিহাসবিদ, লেখক ও গবেষক অধ্যাপক মলয় চন্দ মুখোপাধ্যায়।
এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, প্রফেসর ড. মো: আশরাফুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমূখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, বাংলা বিভাগের প্রভাষক রেশমা পারভিন। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন