নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মো: আমজাদ হোসেন (৬৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার উওর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমজাদ ওই গ্রামের বাসিন্দা। তিনি উওর গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মহাদেবপুর বাজার থেকে দুপুরে ইজিবাইকে চড়ে বাড়িতে যাচ্ছিলেন আমজাদ। পথে উওর গ্রামের মোড়ে পৌঁছলে একটি বাইসাইকেলকে সাইট দিতে গিয়ে ইজিবাইকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদ মারা যান।
একটি মন্তব্য পোস্ট করুন