রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: রাস্তা পারাপারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় জেব্রা ক্রসিং। পথচারী পারাপারের জন্য ব্যস্ত রাস্তায় সাদা-কালো ডোরা চিহ্নিত নির্দিষ্ট অংশ জেব্রা ক্রসিং নামে পরিচিত। আবার পারাপারের জন্য ক্ষেত্রবিশেষে পদচারী-সেতুও ব্যবহার করা হয়। কিন্তু জেলা শহর নওগাঁতে রাস্তা পারাপারের জন্য নেই কোন জেব্রা ক্রসিং। শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তায় নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে নওগাঁর শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রোড মার্কিং দিয়ে জেব্রা ক্রসিং স্থাপন করা হয়েছে।
গত বৃহস্প্রতিবার রাতে নওগাঁ শহরের বিভিন্ন স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপনের মাধ্যমে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা ছাএলীগ। এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমান্জ্জুামান সিউল জানান, পথচারী ও শিক্ষার্থীদের নিরভিগ্নে রাস্তা পারাপারের কথা মাথায় রেখে আমরা এমন উদ্যোগ গ্রহন করেছি। সেই সাথে ছাত্রলীগের সব উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদককে জানিয়েছি যাতে তারাও স্কুল কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন করেন। আমরা আশা করছি রাস্তা পারাপারের কারনে সড়ক দুর্ঘটনা এবং জ্যাম অনেকটাই কমে আসবে। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল বারী ডলার, ছাত্রলীগ নেতা তারেক হোসেন, মো. হিমেল, রিপন হোসেন, শিতল, মোমিন, কান্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন