নওগাঁর রাণীনগরে বুলুর গনসংযোগ ও পথসভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। নওগাঁর রাণীনগরে গনসংযোগ ও প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। ইতিমধ্যেই বড় দুই দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা শুরু করেছেন গনসংযোগ, উঠান বৈঠক, সভা, সমাবেশসহ নানা কার্যক্রম।


এরই ধারাবাহিকতায় সোমবার রাণীনগর উপজেলার সিম্বা, লোহাচুড়া, গহেলাপুর, কাটরাশইন, করজগ্রাম (খাঁনপুকুর), মাধায়মুড়ি, আবাদপুকুরসহ আশেপাশের এলাকায় বিএনপি থেকে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু গনসংযোগ করেছেন। গনসংযোগ শেষে এদিন বিকেলে আবাদপুকুর বাজারের চারমাথায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল ফারুক জেমস, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক একেএম মো: জাকির হোসেন, এইচএম নয়ন খাঁন লুলু, সহ-দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান উজ্জ্বল, উপজেলা যুবদলের সভাপতি মো: এমদাদুল হক, সাধারণ সম্পাদক মো: মোজ্জাকির হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের আহŸায়ক শরিফ মাহমুদ সোহেল, যুগ্ন আহŸায়ক মশিউর রহমান রাজু, নাছির উদ্দিন টনি, আজাদুল হক আজাদসহ উপজেলা বিএনপি ও কালিগ্রাম, একডালা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget